ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনা।

ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনাআমার কাকার গ্রামের বাজারে একটা মুদি দোকান আছেসেখানে হাটের দিন অনেক রাত পর্যন্ত বেচা কেনা হয়কাকা মাঝে মাঝে আসতে আসতে নাকি রাত ১-২ টাও বেজে যেতকাকার দোকানে সেলিম নামের এক কর্মচারী কাজ করতোসে কথা বলতে পারতো নামানে, বোবা ছিলকাকা তাকে খুবই আদর যত্ন করতোসেলিমের তিনকুলে কেউ নেইসে তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে থাকতোসেই লোক মারা যাওয়ার পর না খেয়ে ছিলকাকার দয়া হয় নিজের দোকানে তাকে কাজ দেন

সেলিম আমার দাদু বাড়িতেই থাকতোকাকার সাথেই রাতে বাজার থেকে ফিরতকাকা প্রায়ই বলতেন, সেলিম ছেলেটাকে দেখে উনার মাঝে মাঝে সন্দেহ হয়উনি নাকি অনেকদিনই শুনেছেন গভীর রাতে সেলিমের ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায়(এমনকি কাকিমা নিজেও শুনেছেন)কিন্তু সেলিম নিজে বোবাতার কথা বলার প্রশ্নই আসে না

একরাতে কাকা অনেক দেরি করে বাসায় ফিরছিলেনসেদিন হাটবার ছিল তাই বাজারে লোকজনও ছিল বেশি তাই দোকান বন্ধ করতে করতে সময়ও লাগে বেশিকাকা বাড়ির পথ ধরেন রাত ১টার কিছু পরেসাথে সেলিমআগামীকাল বাসায় মেহমান আসার কথা তাই কাকা হাত থেকে বড়সড় ৪টা মুরগি কিনে রেখেছিলেনসেলিমের হাতে মুরগিগুলোকাকার হাতে পান-সুপারি
চাঁদের আলোয় চারপাশ ভালোই ঝলমল করছিলোকাকা আনমনেই সেলিমের সাথে কথা বলছিলেনদোকানে আজ কেমন বেচাকেনা হল সে সব নিয়েসেলিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছেবাজার থেকে প্রায় ২০০-৩০০ হাত আসার পর রাস্তাটা বামে মোড় নিয়েছে অনেকটুকুকাকা কথা বলতে বলতে আনমনেই এগুচ্ছিলেন, হটাত দেখতে পেলেন সামনে গাছের আড়ালে কি যেনও নড়ে উঠলো

এখানে বলে রাখা দরকার, আকাশে বিরাট চাঁদ ছিল, এবং এমনকি রাস্তার সাদাবালিগুলোতে চাঁদের আলো পরে চিকচিক করছিলোপরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশকাকা পাত্তা না দিয়ে এগুতে লাগলেনকিন্তু সেলিম থমকে দাঁড়ালোচোখ মুখ কুঁচকে কি যেনও দেখার চেষ্টা করলোনাক দিয়ে ছোক ছোক করে কিসের যেনও গন্ধ নেয়ার চেষ্টা করলোকাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে দেখেননি কখনোতিনি একটু বিরক্ত হলেনতাড়া লাগালেন জলদি যাওয়ার জন্যকাকা পা বাড়ালেও সেলিম দাঁড়িয়ে রইলোকাকা আবার পিছনে ঘুরে তাড়া লাগালে সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোর করে টেনে পিছনের দিকে নিয়ে যেতে চায়কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেনকিন্তু সেলিমের গায়ে যেনও অসুরের শক্তিসে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকেএইবার কাকা স্পষ্ট শুনলেন পেছন থেকে কে যেনও উনার এবং সেলিমের নাম ধরে জোরে চিৎকার করলোআওয়াজটা তিনবার শোনা গেলোঅপার্থিব সেই আওয়াজ যেনও কাকার কানটা তালা লাগিয়ে দিলো বিমুরের মতো চেয়ে রইলেন রাস্তার দিকেকিভাবে যেনও উনার মনে এই শব্দগুলো আঘাত করলোএ কোনও মানুষের আওয়াজ হতে পারে নাহতে পারে না কোনও পশুর আওয়াজতাহলে? তাহলে, যা তিনি জীবনে বিশ্বাস করেননি, তাই কি হতে যাচ্ছে? কি ভূত প্রেত কিছুর পাল্লায় পড়লেন তিনি

এদিকে সেলিম প্রায় বগলদাবা করে উনাকে দৌড়ে নিয়ে যেতে লাগলো বাজারের দিকেসেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিলোকাকা শেষবার যখন একবার পিছনে ফিরলেন তখন দেখলেন সেই মুরগিগুলো যেনও অদৃশ্য কোনও হাতের ছোঁওয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলো
সেইরাত কাকারা বাজারেই কাটিয়ে দিলেনসকালে ফেরার পথে আরো কিছু লোক নিয়ে উনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছেউনারা যেই মোড়টার কাছাকাছি পৌঁছলেন তখন দেখলেন সেখানে রাস্তার উপর একটা বর্গের মতো আকৃতি বানিয়ে ৪টা মুরগির মাথা সাজানোআর কিছুটা দূরে সেই মাথা ছাড়া দেহগুলো পড়ে আছে

এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাইও দেখে বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনই অসুস্থ হয়ে পড়েসেলিমের প্রায় ১৫ দিন জ্বর থাকে