২০০৮-bgc-trust

ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালের ফেব্রুয়ারী তেজায়গাটি ঘটে চন্দনাইশে অবস্থিত BGC TRUST-এর প্রধান ক্যাম্পাসের সেই বিশাল এলাকাতে
আমরা তিন বন্ধু গিয়েছিলাম আমাদের এক বন্ধুর জন্মদিনে, যে ওখানকার পার্মানেন্ট হোস্টেলে থাকেসন্ধ্যা হয়ে এলে আমাদের দুই বনশুধু আগে বের হয়ে আসে মিটিং রুম থেকে আর আমি এবং আমার আর এক বন্ধু দশ মিনিট পরে বার হই, আমরা তাদের থেকে প্রায় সাত থেকে আট হাত দুরে ছিলামতারা দুই জন সিগেরেট ধরাবে বলে একটু খোলা ময়দান এর ভিতর এ গেল কারণ প্রহরী দেখে ফেললে সমস্যাতারা গেল আর আমরা দুই জন কথা বলে তাদের পিছনে হাটছি, কিন্তু তারা যে সামনে যেয়ে কোনদিকে চলে গেল তা আর আমরা খেয়াল করিনিআমরা দুই জন হঠাৎ উপলব্ধি করলাম যে আমাদের আসে পাশে আমরা ছাড়া আর কেউ নেইএবং আমরা দুই জন এক চৌ-রাস্তার মোড়ে দাড়িয়ে আছি, যার আসে পাশে সব ঝোপ-ঝার, গাছপালা, আর অন্ধকারআমাদের সাথে আছে শুধু চাঁদের আলো. যার ফলে ছায়া গুলো বিকট ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং জায়গাটা ভুতুরে হয়ে উঠেছেআমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে, তাদের খুঁজতে শুরু করলামদুই জন মিলে বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছি আর হাঁটছি তবে খেয়াল রাখছি যে কোথাও তাদের দেখা যায় কিনা! আজব! কোনো শব্দই শুনতে পাচ্ছিনাএকদম নিরিবিলিআর চারপাশে ঝোপঝাড় আর চাঁদনী রাতের গা ছমছমে করা ভাবমনে হচ্ছিল আমরা দুই জন এক মহা সমুদ্রে হারিয়ে গিয়েছি, কিছুদুর যাবার পর আমার বন্ধু টি আমাকে বলে, দোস্ত ওই যে দ্যাখ ওরা দুই জন ওখানে বসে আছেআমি বললাম কোথায়? এখানে তো সব অন্ধকার! সে বলে ওই যে বট-গাছ টার নিচে দেখআমি দেখি ওই জায়গাটা ফাঁকাকিন্তু বুঝতে বাকি রইলো না যে সে কি দেখছেআমি বললাম থাক বাদদে, ওদের কে তো পেলাম এবার আমরা একটু অন্যদিকে ঘুরে আসিসে বলে নাআমি দেখব ওরা আমাদের বাদ দিয়ে এখানে কি করছে! এবং এও বলল দোস্ত, ওরা কাপড় বদলিয়ে সাদা জামা কেন পড়ল? আমি ওকে সরাতে পারছিনাখালি বললাম চুপ থাক কোনো আওয়াজ করবিনাসেখানে এক জায়গায় লুকিয়ে আছিআমার বন্ধু টা আমাকে বলছে দোস্ত ওরা তো কথাও বলে না, নড়াচড়াও করেনা, এক ভাবেই বসে আছে!আমি বললাম চল উঠি, আমার বাথরুমে যেতে হবেপরে দেখা যাবেবলে ওকে ওখান থেকে সরিয়ে আনলামআমরা ফিরে যেই চৌ-রাস্তার মোড়ে চলে এলাম, সাথে সাথে আমার বন্ধুটা পুরা থ বনে যায় কারণ এসে দেখি আমাদের সেই অন্য দুই বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেওদের এক জনের গায়ে কালো শার্ট এবং অন্য জন নীল পাঞ্জাবিআর তাছাড়া ওরা যদি ওখানেই থাকতো তাহলে ওদের ফিরে এলে আমাদের সামনে দিয়েই আসতে হতো যেখানটায় আমরা লুকিয়ে ছিলাম ওখান থেকে আমাদের আগে আসা ওদের পক্ষে সম্ভব ছিল নাএবং ওরা দুই জন আমাদের বলে আমরা চৌ-রাস্তায় এসে বামে যেয়ে দাঁড়াই কিন্তু যখন তোদের (আমি আর আমার বন্ধু) ডানে যেতে দেখি তখন ডাক দিয়েছিলাম কিন্তু তোরা দাঁড়াসনি, ভেবেছিলাম তোরা হাঁটছিস তাই আমরা আর ডাকিনি কিন্তু এতক্ষণ কোথায় ছিলি?”
আমি আর কিছু না বলে একটা বাহানা দেখিয়ে সবাই কে নিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম….