অগ্নিচক্ষু

ঘটনাটি ২০০৪ সালেরতখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাইজায়গাটি নেত্রকোনার কলমাকান্দায়তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলামরাত আনুমানিক ১১:৩০
মামার নোকিয়া ক্লাসিক ১১০০ সেট এর টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম
তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল
এখানে বলে রাখছি, যে আমারদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়মাঠের পাশেই বিশাল খালতো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয় মানে দ্বিগুণ খাটুনিতাই মামাকে বল্লাম মাঠের মাঝখান দিয়েই যেতে
আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলামমাঠের কোনায় ছিল একটি পরিত্যাক্ত কুঁড়েঘরকথিত আছে ২০বছর আগে ওই ঘরে স্বামীস্ত্রী একসাথে খুন হয়েছিলএবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেতযদিও ওই ঘরে কারেন্ট এর ব্যবস্থা ছিল না!
আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলামআর সেখানেই রয়েছে বড় বড় সুপারী গাছহঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আঁগায় একটি মেছের কাঠির জ্বালিয়ে কেউ যদি উপুর করে ধরে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে সেই রকম ভাবে আগুন জ্বলছেতো আমি ভাবলাম কি না কি হয়েছেমামাকে বললাম যে, মামা দেখ ত ওটা কি
মামা বুঝেছিল যে আসলে ওটা কিতবুও আমি ভয় পাব বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনইযাতে সুপারি চুরি না হয়ে যায় তাই ওইরকম করা হয়েছে
ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটি ঘোমটা পড়া মেয়ে এসে আমাদের সামনের গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলআমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলতো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম
আমি তখন মামার কোলেকিন্তু মজার ব্যাপার হল যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে যাচ্ছেমানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে নাযেতে যেতে আমরা প্রায় ওই কুড়েঁ ঘরের কাছে এসে পড়লামআর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল আর বিদ্যুৎ এর বিজলীর মত আলো জ্বলতে লাগলো আমাদের আর বুঝতে বাকী রইল না যে আমাদের সাথে কি ঘটতেছে
আমাকে কোলে নিয়েই মামা এমন জোড়ে দৌড় দিলেন যে বলার মত না
প্রায় ১৫-২০মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লামনানা আমাদের খোঁজে বেড়িয়েছিলেনতো নানা দেখলেন যে মামার গাঁ গরম করে জ্বর আসছেতারপর আর কি
নানা-নানীকে সব কিছু আমিই খুলে বললামঅতপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভাল করে তুলল
গত সপ্তাহেও মামাকে দেখে এলামতিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছরআগে সবসময় হাসিখুশি থাকতেন
আমার কাছে এই ঘটনাটির কোন ব্যাখ্যা নেইআপনাদের কাছে কি আছে?????
( আসলে সেই গাছের উপরে আগুন সেটি হল সুপাড়ি গাছে শীতকালে মিথেন গ্যাস এর সৃষ্টি হয়এবং গ্যাসটি কাবর্ন ডাই এর সহায়তায় আগুন জ্বালাতে সাহায্য করে। )